সংবাদ দাতা
কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং ৯নং ওয়ার্ড কম্বনিয়া পাড়াতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ কারি আব্দুল জাব্বারের পুত্র জাহেদ হোছাইন জানান, আমার পৈত্রিক ভাবে প্রাপ্ত জমিটি একই এলাকার আব্দুল জলিলের পুত্র জাহেদ হোছাইন, আবুল হোছাইন ও মোঃ হোসাইনের পুত্র রশিদ মিয়া সহ ৭/৮ জন এলাকার ভারাটিয়া সন্ত্রাসী এনে রাতের আধাঁরে জোর করে আমার জমিটি দখল করেন। কিন্তুু এর আগে ওই জমিটির জন্য দফায় দফায় বাদি – বিবাদী দুই জনের চাচা ফরিদ এর কাছে বিচার হয়। সে খানে কোন সুরাহা না পেয়ে এলাকার সাবেক মেম্বার কাশেম এর কাছেও বিচার দেন ওই বিবাদী। কিন্তুু সে বিচারে সকলের সাক্ষী ও উপস্থিতিদের বিচারে আব্দুল জাব্বারের ছেলে জাহেদ হোছাইন কে ডিগ্রি প্রদান করে ৭দিনের মধ্যে জমি বুঝিয়ে দিতে বলেন স্থানীয় বিচার কারিগণ। বিবাদি জাহেদ তাও না মেনে হ্নীলা জালাল মুন্সির কাছে আবারও বিচার দেন সেখানেও জমিটির ডিগ্রি জাহেদের পক্ষে (বিবাদিদের) না হওয়া তৎকালীন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি মিজান এর কাছে বিচার হয়। সেখানেও বিবাদের পক্ষ জমিনের রায় না আসায় বিবাদীরা নিজে নিজে কক্সবাজার আদালতে কাছে ধারস্ত হয়ে একটি মামলা করেন। সে মামলায় আদাল কোন পক্ষ কে সুরাহা না হওয়া পর্যন্ত জমিনে না যাওয়ার নির্দেশ প্রদান করেন বলে জানিয়েছেন বাদি পক্ষ । অভিযুক্ত বাদী সৌদি প্রবাসী হওয়াই রাতের আধারে বিবাদীরা আদালতের নির্দেশনা থাকার পরও ওই জমি দখল করে বসে, যা আদালত অবমাননার শামিল বলে জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এ বিষয়ে বিবাদী জাহিদ হোসেন জানান , আমরা পরস্পর আত্মীয়-স্বজন ওই জমিটি আমাদের ক্রয় কৃত জায়গা, আমাদের জায়গাটা জাহেদ হোসেনদের বাউন্ডারির ভিতরে কিছু অংশ থাকায় তা উদ্ধারে আদালতের শরণাপন্ন হয়েছি আদালত যে সিদ্ধান্ত দেবে তা আমরা অবশ্যই মানতে বাধ্য ।
Leave a Reply