নাছির উদ্দিন/মোঃশেখ রাসেল:(টেকনাফ৭১)
টেকনাফে হ্নীলা ইউনিয়ন ৯নং ওয়ার্ড মোছনী বঙ্গবন্ধু পরিষদের উদ্বোগে,মোছনী বিজয় বাংলা নাইন সেট ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্টিত হয়েছে।
১৪ ফেব্রুয়ারি বিকাল ৪ ঘটিকার সময় মোছনী বিজয় বাংলা ফুটবল খেলার মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক আবুল বশর রাজ এর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল গফুর এর পরিচালনায় খেলার আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। অন্যান্যদের মাঝে খেলাই উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন শিমুল, মাঈন উদ্দীন বাদল, সদস্য কামাল হোসেন, মহী উদ্দীন রাজু, মোঃ নুর, মোঃ রিদুওয়ান, নুরুল আবছার নাহীদ, সম্মানিত অতিথি ছিলেন জুহুর আলম উপদেষ্টা, হাজী শামসু আলম, জালাল উদ্দীন, মুফিজ আলম, প্রধান রেফারির দায়িত্ব পালন করেন আলী আকবর বাঘা সহ সহকারীরা।##
Leave a Reply