বার্তা প্রেরক
গত ৫ সেপ্টেম্বর ২০২০ইং টেকনাফ থেকে প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল টেকনাফ টুডে হতে প্রকাশিত ” হ্নীলা উলুচামরীতে প্রভাবশালীদের ছত্রছায়ায় সালাহ উদ্দিন কালাইয়ার নেতৃত্বে এখনো চলছে ইয়াবা কারবার ” সংবাদের শিরোনাম টি আমার দৃষ্টি গোচর হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।মূল ঘটনার হল, আমি সালাহ উদ্দিন কালাইয়া একজন ছোট ছেলে। আমার অসহায় পরিবারের হাল ধরার জন্য বাবা / মাকে সাথে নিয়ে নিয়মিত দিনমজুর, কৃষিকাজ হতে শুরু করে এমন কোন কাজ নাই যা সংসারের প্রয়োজনে করিনা তা এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সবাই জানে । দীর্ঘদিন যেতে না যেতে পরিবারের আকার বড় হলে কোন উপায় না দেখে কোনমতে যোগান দিয়ে বাড়িতে ১০০০ সেটের একটি পোলট্রি খামার নির্মাণ করে কারো কাছে হাত না পাতিয়ে নিজেই পরিশ্রম করে পরিবার চলার চেষ্টা করে যাচ্ছি দির্ঘ ৩ বছর যা আমার জন্য অনেক কষ্টের হলেও সংসার চালার মূল হাতিয়ার হিসেবে ধরাযায়। এমতাবস্থায় আমার এলাকার পাশের শত্রুরা তা সহ্য করতে না পেরে আমাকে মরণনেশা ইয়াবার মতো জঘন্যতম ঘৃণিত পেশার সাথে জড়িত দেখিয়ে সমাজ, রাষ্ট্র ও আইনের কাছে আমার চরিত্র হনন করে কলঙ্কিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয় তথ্য সংগ্রহ করার সময় জাতির বিবেক সাংবাদিক ভাইদের কে ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দীপ্ত কণ্ঠে বলতে পারি যে, আমি কোনদিন এরকম পেশায় জড়িত ছিলাম না। এবং আপনারা স্বশরীরে এসে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দের সাথে কথা বলে যদি আমি এই ঘৃণিত পেশার সাথে জড়িত তা প্রমাণ হয় তাহলে আমি শাস্তি আমি মাথা পেতে নেব। আর যদি তা না হয় যারা আমার বিরুদ্ধে অপপ্রচার করছে তাদেরকে আইনের মুখোমুখি করা হোক। ভবিষ্যতে এরকম অন্যায় ও ঘৃণিত কাছ থেকে বিরত থাকার জন্য আমার এলাকার লোকদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদ কারি
নাম – সালাহ উদ্দীন কালাইয়া
পিতা – রশিদ আহাম্মদ
উলুচামরি কোনার পাড়া,হ্নীলা, টেকনাফ, কক্সবাজার।
Leave a Reply