অদ্য (৪ এপ্রিল) অনলাইন নিউজ পোর্টাল “টেকনাফ টুডে ডটকমকে” মহিবুল্লাহ বাহিনীর হামলায় হাফেজ রক্তাক্ত” প্রকাশিত শীর্ষক সংবাদ খানা আমার দৃষ্টিগোছর হয়েছে, সামান্য আম পারা কে কেন্দ্র তুচ্ছ ঘটনার জেদ ধরে ঘটনা ঘটে তিনি আমার আপন চাচতো বোনের ছেলে হয়,আমাদের প্রতিপক্ষ ঘায়েল করার জন্য উঠে পড়ে লেগেছে “যাহা সত্যের লেশ মাএ নেই। আমার প্রতিপক্ষ ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জাতির বিবেক কলম সৈনিকদের ভুল তথ্য দিয়ে “উধুর পান্ডি বুধোর গার্ডে ছাপানো হচ্ছে মূলত আমি একজন গরীব পরিবাবের সন্তান এবং পেশায় দোকানদার। আমার মায়ের ব্যক্তিগত প্রত্যেক সম্পত্তি বিক্রি করে আমি সাধারণত ইলেকট্রিকের দোকান করি, গত (২৩ ফেব্রুয়ারি ২০১৯) ভয়াবহ আগুনে পুড়ে আমার দোকান ছাই হয়ে যায় পরে আমি ইউনিয়ন ব্যাংক থেকে লোন নিয়ে কোনরকম দোকানটা মেরামত করি। বর্তমানে আমি নিঃস্ব সংবাদের প্রকৃতপক্ষে এরকম দেশ দ্রোহী ঘৃণিত পেশাই আমি অতীতে ও বর্তমানে কোনোভাবেই জড়িত ছিলাম না। আমি ব্যক্তিগতভাবে দেশের প্রচলিত আইন কানুন মেনে চলি আমি মাদক সংশ্লিষ্ট বিষয় নিয়ে কোনদিন কোন ভাবে জড়িত ছিলেন না আমি মাদককে ঘৃণা করি। আসলে আমি সামাজিক ভাবে জীবন যাপন করতে আগ্রহী। এটিকে নিয়ে আমার প্রতিপক্ষ বা সংবাদ সংগ্রহকারীর সুবিধা হাসিলের উদ্দেশ্যে ঘোলা পানিতে মাছ শিকারের পায়তারা করতেছে। যাহা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। তাই আমি উক্ত সংবাদের একাংশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী:-
মহিবুল্লাহ, নুরুল্লাহ, কায়সার, হামিদ উল্লাহ, উভয়ের পিতা হাফেজ আবুল মনসুর।
Leave a Reply