টেকনাফ ৭১ ডেস্ক ::
গাউসিয়া কমিটির সহ-সভাপতি ও টেকনাফ গোদারবিল রিয়াজুল জান্নাহ দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার আলহাজ্ব মৌলানা আমির আহম্মদ সাহেবের নিজ বাড়ীর প্রঙ্গঁনে তার মাতা পিতার ওপাত দিবস যাথা যত আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়।
এতে দৈনিক আজকের কক্সবাজার বার্তা এর সম্পাদক ও প্রকাশক, টেকনাফ প্রেসক্লাব ও লেঙ্গুরবিল মুহিউচ্ছুন্নাহ বালিকা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও গাউছিয়া কমিটি টেকনাফ শাখার সভাপতি আলহাজ্ব মৌলানা মোহাম্মদ ছৈয়দ হোছাইন প্রধান অতিথির বক্তব্যে দীর্ঘ আলোচনা ও মরহুম দ্বয়ের নাজাত ও মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও খতমে গাউছিয়া শরীফ আর মিলাদ ও কিয়াম পাঠ করেন, মরহুম দ্বয়ের পুত্র আলহাজ্ব মৌলানা আমির আহম্মদ ও লেঙ্গুরবিল মুহিউচ্ছুন্নাহ বালিকা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মৌলানা আব্দুল কাদের।
লেঙ্গুরবিল মুহিউচ্ছুন্নাহ বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক মৌলানা কামরুল ইসলাম। মাইমুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মৌলভী আব্দুল জলীল।
আলোচনা পুর্বাহ্নে খতমে কুরআন পাঠে যারা উপস্থিত ছিলেন মৌলভী হোছাইন আহম্মদ, মৌলভী আব্দুল মুজিদ, মাষ্টার জাফর ইকবাল, ইখলাস মিয়া, আব্দুল মালেক, মাহামুদুল হক, সিরাজুল হক, এনামুল হক, রিদুয়ানুল হক, তরিকুল ইসলাম বকুল, হোছাইনুল মোস্তফা, রায়হানুল আরফাত প্রমুখ।
Leave a Reply