“আমি কবি নই”
রেজাউল করিম রেজা
আমি কবিদের মতো কবি নই
নিজের মন থেকে লিখি
কিছু অগোছালো কথা
সারিবদ্ধভাবে তুলে ধরি।
আমি কবি নই
খর রোদ্র জলজ বাতাস
ফসলে ভরা মাঠ অনুভব করে
চলাই আমার আবাস।
আমি কি করে করব
পূর্ণিমা চাঁদের রূপের বর্ণনা?
কিভাবে বুঝাবো বৃষ্টির দিনে
ভেজার অনুভূতি?
আমি তো কবি নয়।
আমি এক অজ্ঞ ব্যাক্তি
কোন শিক্ষিত যুবক নয়,
সাহিত্যিক মনোবল নেই
আমার আছে শুধুই ভয়।
আমি তো কবি নই
ছন্দ লিখার চেষ্টা করি
দূর আকাশে নীল মেঘ
অনুভব করে চলি।
হয়তো কেউ বিরক্তি হবে
তবে এ নিয়ে আমার
নেই কোনো ভাবনা।
যে যাই বলুক না!
১৮/সমাপ্ত- ২০ই জুন ২০২০ইং
লেখকঃ রেজাউল করিম রেজা
হ্নীলা,টেকনাফ,কক্সবাজার।
Leave a Reply