1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লাশ গুনে গুনে ক্রসফায়ার বাণিজ্যের ভাগ নিতেন কামাল-বেনজীর টেকনাফে অপরাধ-প্রবণতা বৃদ্ধি, নিরাপত্তার ঝুকিতে স্থানীয়রা হ্নীলা দক্ষিণ সেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত, প্রধান অতিথি এডঃ রশিদুল আলম চৌধুরী টেকনাফ অপহরণ বন্ধে প্রতিবাদ ও মানব বন্ধন টেকনাফে জামায়াত কর্মীকে কোপাল আওয়ামী লীগ নেতা! থানায় মামলা প্রকাশিত সংবাদের ব্যাখা ও প্রতিবাদ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ টেকনাফ উপজেলা শাখার সভাপতি সাদেক হোছাইন , সম্পাদক রিদওয়ানুল হক শাহপরীর দ্বীপ স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠিত- সভাপতি-আলী, সম্পাদক-মোস্তাক টেকনাফে পুলিশের গু’লিতে নি’হত মেজর সিনহা হত্যার ৪ বছর : সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ, হ’ত্যার বিচার দ্রুত কার্যকরের দাবি ১০ লাখ টাকা মুক্তিপণে ফিরলেন টেকনাফের আতিক

টেকনাফে জমিবিরোধে দুই ভাইয়ের পাল্টাপাল্টি অভিযো!

  • আপডেট সময় : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৫৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
টেকনাফে ছোট ভাইয়ের হাতে প্রতারণার শিকার হয়েছে আপন বড় ভাই। এমন ঘটনাটি ঘটেছে টেকনাফ পৌরসভার খাংকার ডেইল এলাকায়। টেকনাফ পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আয়ুব ও মোঃ তৈয়ুব দু’জনই সহোদর ভাই। বড় ভাই মোঃ আয়ুব একজন বন্দর শ্রমিক । সে একই এলাকার আবদুল গফুর হতে ২০ কড়া জমি প্রায় ৩ বছর পূর্বে বায়না মুলে ক্রয় করে। যথাসময়ে রেজিষ্ট্রি করিতে ব্যার্থ হওযায় ছোট ভাই মোঃ তৈয়ুবের সাথে কথা হলে সে জমিটি তার নামে রেজিষ্টি করে নিতে বলায় বড় ভাই মোঃ আয়ুব সরল বিশ্বাসে আবদুল গফুরের বায়না কৃত জমিটি তার নামে টেকনাফ সাব রেজিষ্ট্রি অফিসে সাব কবলা মুলে রেজিষ্ট্রি সম্পন্ন করে। কথাছিল টাকার ব্যবস্থা হলে জমিটি পুনঃরায় বড় ভাই মোঃ আয়ুবকে রেজিষ্টি করে দেবে। কিন্তু স্থানীয় ভাবে জমির মূল্য বৃদ্ধি হওয়ায় বড় ভাইয়ে কাছে দেওয়া ওয়াদা রাখছে না ছোট ভাই। এরপর থেকে উক্ত জমির মালিকানা দাবী করে আসছে। এনিয়ে চলছে ভাইয়ে ভাইয়ে মলোমালিন্য। তা রুপদিতে পারে বড় প্রতিহিংসায়। এব্যাপারে তার বড় ভাই মোহাম্মদ আয়ুব টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়ের করেছে।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, সে খরিদ করার উদ্দেশ্যে খাংগারপাড়া এলাকায় একটি জমি বায়না নামা সম্পাদন করে। উক্ত বায়না নামার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ও টাকা মজুদ না থাকার সুবাদে ছোট ভাইয়ের সাথে আলাপ আলোচনা করিয়া জমিটি তার নামে রেজিস্ট্রি করে নেয়। রেজিষ্ট্রি সম্পন্ন করার পর হতে জমিটি তাকে পুনঃরায় রেজিষ্ট্রি না দিয়ে প্রতারনার আশ্রয় নিচ্ছে। স্থানীয় সুত্রে জানা যায়, মোঃ তৈয়ব একজন মাদক মামলার আসামী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে। ২০১৪ সালের ৫ মার্চ চন্দনাইশ থানায় ইয়বাসহ আটক হয়ে সম্প্রতি জামিনে বের হয়ে আসে। মামলা নং-০২, তারিখ- ০৫/০৩/২০১৪ ইং। ভুক্তভোগী মোঃ আয়ুব প্রতারক ছোট ভাই, ইয়াবা ব্যবসায়ী মোঃ তৈয়ুবের কাছ হতে জমিটি ফেরত পেতে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ ও আইনশৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে জানতে মোঃ তৈয়ুবের সাথে যোগাযোগ করা হলে জানান, এটি আমাদের পারিবাবির বিষয়। তিনি মাদক মামলার আসামী স্বীকার করে বলেন তার বড় ভাই মোঃ আয়ুবের ও মাদকের সয়শ্লিষ্টতার অভিযোগ অহরহ রয়েছে। আমিও পারিবারিক মলোমালিন্য সমাধানের জন্য থানায় অভিযোগ করেছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর