বিশেষ প্রতিনিধি :
সূত্র:দৈনিক কক্সবাজার ৭১
কক্সবাজার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা মাদকের আলোচিত একটি নাম। এ জনপদে শীর্ষ ইয়াবা কারবারীরা আত্মসমর্পন এবং বন্দোকযুদ্ধে নিহতের পর মাদক ব্যবসা প্রায় নিয়ন্ত্রনে এসেছিল। কিন্তু কালের বিবর্তনে এবং অবস্থার প্রেক্ষিতে মাদক ব্যবসা ফের স্বক্রিয় হয়ে উঠেছে। একদিকে সূত্রে অভিযোগ উঠেছে, কোরবানকে সামনে রেখে এবং মাদক বিরোধী চলমান অভিযানের মধ্যে লেদা এলাকায় নব্য মাদক সিন্ডিকেট কর্তৃক মাদক ব্যবসা পুরোদমে চলছে। সূত্র অনুযায়ী স্থানীয় রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গা ডাকাতের মাধ্যমে স্থানীয় নব্য মাদক কারবারীরা লেদা সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে বস্তা বস্তা ইয়াবা মওজুদ করে এবং পরবর্তীতে অভিনব কৌশলে পাচার করে দেয়। মাদক ব্যবসার সাথে জড়িতরা হচ্ছেন, রবি আলম, আব্দুস সমদ, শহীদ উল্লাহ্, আব্দুর রহমান,এরা হ্নীলা ইউনিয়নের লেদা ষ্ঠেশান, পূর্ব ও পশ্চিম দিকের স্থায়ী অধিবাসী। যদিও ছোট খাটো ব্যবসা বাণিজ্য এবং এনজিওর চাকুরী করলেও এরা পর্দার অন্তরালে চালিয়ে যাচ্ছে, মাদকের রমরমা বানিজ্য। ওদের সাথে পাহাড়ে অবস্থানরত রোহিঙ্গা শীর্ষ ডাকাতের সখ্যতা থাকার ও অভিযোগ রয়েছে। এলাকাবাসী ওদের রোখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ এ প্রসংগে বলেন, মাদকের সাথে যে কেহ জড়িত থাকনা কেন? অবশ্যই ওদের আইনের আওতায় নিয়ে আসা হবে। তথ্য দিয়ে সহযোগিতা করুন। চলবে ……
Leave a Reply