মিষ্টভাষী “হামিদ” আজিজুর রহমান |টেকনাফ ৭১
-
আপডেট সময় :
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
-
৫২১
বার পড়া হয়েছে
মিষ্টভাষী_হামিদ
আজিজুর রহমান
- হামিদ ভাইয়ের খানার কথা
বললো রেজাউলে,
আজকে তার মিষ্টি কথার
বর্ণনা ধরলাম তুলে।
- তিনি বড়ই মিশুক মানুষ
প্রমান আছে ঢের,
কিছু লোকে মন্দ ভাবে
কপালেরই ফের।
- মিশতে জানে সবার সাথে
জোয়ান আর বুড়া,
সব স্বপ্ন হোক পুরণ
রয় না যেনো অদুরা।
- মিষ্টি ভাষায় কথা বলে
সবাইকে করে বশ
খুশি থাকুক সূখে থাকুক
জুড়ে রাত্র দিবস।
নিউজটি শেয়ার করুন..
এ জাতীয় আরো খবর
Leave a Reply