নাছির উদ্দীন রাজ, টেকনাফ
কক্সবাজার ইডেন গার্ডেন ভবন ৪র্থ তলা,
(সোনালী ব্যাংক এর উপর) এডঃ রশিদুল আলম চৌধুরীর নতুন চেম্বার উদ্বোধন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে মাননীয় পি. পি এডঃ ফরিদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র এডঃসিরাজুল ইসলাম,এডঃহরিসাধন পাল, এডঃ সাইফ উদদীন, এডঃ রাফাত ফিরুজ,এডঃ জসীম,এডঃ জুনায়েদ, এডঃ ইনসাফ, এডঃজিয়া উদদীন বাবলু, এডঃ শফি উল্লাহ মনজুর, এডঃ কামরুল হাসান, এডঃমামুন,এডঃরিদুয়ান,এডঃ হারেছ,এডঃ নুর হোসেন নাহিদ, এডঃ রাসিব,
এডঃ জিললুরহমান,এডঃ শাহ আলম,নয়ন,আবু বক্কর, রফিকুল ইসলাম, হোসেন,জাহেদ উল্লাহ জিয়া,রাশেদ, শাহনেওয়াজ,জুয়েল,জাহেদুল ইসলাম,সহ আরো অনেক বিজিসিয়ান। তাই এডঃ রশিদুল আলম চৌধুরীর সবার দোয়া ও ভালোবাসা কামনা করেছেন । রশিদ বলেন যে কোন আইনি সহায়তায় সাধারণ মানুষের পাশে থাকব।
Leave a Reply