নাছির উদ্দীন রাজ, টেকনাফ
হ্নীলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২০ -২০২১ উদ্বোধন হয়েছে। ১১ডিসেম্বর বিকাল ৩.৩০ মিনিটের সময় হ্নীলা বাজারের উত্তর পার্শ্বে বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ফুটবল খেলার মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা কমিটির সভাপতি বাহাদুর শাহ (তপু)র সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার হোছনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হ্নীলা ইউনিয়ন ক্রীড়া পরিষদের সভাপতি মাহবুব মুর্শেদ,
খেলা উদ্বোধন করেন টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হ্নীলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা শেখ মোঃ রফিক, টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ফরহাদুজ্জামান ফরহাদ, অর্থ সম্পাদক মোস্তাক আহাম্মদ, নির্বাহী সদস্য মুজিবুর রহমান খোকন, হ্নীলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের যুগ্ম আহ্বায়ক শফিউল আলম (শফি) আবছার কামাল নোবেল, সমাজ সেবক নুরুল আলম নুরু, মোহাম্মদ উল্লাহ, ইলিয়াস মিন্টু, এডঃ রশিদুল আলম চৌধুরী,সহ স্থানীয় গণ্যমান্য ক্রীড়া ব্যক্তিত্ব, রাজনৈতিক ও সামাজিক নেন্তৃবৃন্দ। উদ্বোধনি খেলায় মাঠের এক দিকে অংশগ্রহণ করেন হ্নীলা রামিছা ফুটবল একাদশ, বনাম অপর দিকে অংশগ্রহণ করেন হ্নীলা মৌলভীবাজার ক্রীড়া পরিষদ ফুটবল একাদশ।
প্রধান রেফ্রেরী হিসেবে দায়িত্ব পালন করছেন কক্সবাজার জেলা রেফ্রেরী কমিটির সদস্য আলী হোছন, সহকারী রেফ্রেরী ছিলেন জয়নাল ও জিয়াবুল হক। দুই দলের খেলা শেষে উভয় দল (১ – ১) গোলে ড্রকরেন।
Leave a Reply