বিশেষ প্রতিনিধি।
টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাটমোড়া পাড়ার জেলে পল্লীতে পৈত্রিক সম্পত্তি জোর পূর্বক কেড়ে নেয়ার অভিযোগ উঠেছে।গত ২৯বিসেম্বর২০২০ মৃত পুলিন দাশের পুত্র পাইধন দাশ (২৫)জানায়, তাহার পিতা মৃত্যুর পরে সে পৈত্রিক সম্পত্তির মালিক হন। ঐ অংশে তাহারা বাড়ি তৈরি করতে চাইলে হঠাৎ করে তাহার ফুপা অজিদ দাশ(৪৭)পিতা মৃত সুধীর দাশ,ধরণ জয় (৪৫) পিতা ঐ, সুবাশ (৩৪)দুলাল,রক্ত সেন (২৮)দুলাল,ফরজিদ (২৭)পিতা অজিত, দেব দাশ(২৩) পিতা অজিত,চিত্র সেন (২৭)পিতা দুলাল,সনজিদ(৩০)পিতা অজিত সহ এসে আমার পৈত্রিক সম্পত্তির উপর নির্মীত বসত বাড়ি ভেঙে ফেলে ও দা দিয়ে কেটে ফেলে এবং আমার পরিবারের উপর নির্যাতন করে। শুধু তা নয় তারা শক্তি শালি হওয়ায় নিয়মিত আমাদের কে প্রাণ কেড়ে নেয়ার হুমকি ও দিচ্ছে। এমতা অবস্থায় আমরা কোন উপায় না পেয়ে টেকনাফ মডেল থানাতে আমি এখানা অভিযোগ দায় করি।কিন্তুু থানা প্রাথমিক ভাবে স্থানীয় মহিলা মেম্বারের কাছে বিচার টি নামিয়েদেন। তাই আমি সু বিচারের আশা করি।
Leave a Reply