বর্তা পরিবেশক
টেকনাফের হ্নীলা পাহাড়ি অঞ্চল হতে চট্টগ্রামের অপহৃত শিশু রাইয়ান উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ বলছে , ১০জানুয়ারী ২০২১ইং মধ্য রাতের দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এসআই ইমাম হোসন ও টেকনাফ মডেল থানার চৌকস পুলিশ অফিসার এসআই রফিকুল ইসলাম রাফির নেন্তৃন্তে যৌথ পুলিশের বিশেষ দল টেকনাফের হ্নীলা উলুচামরীর মোহাম্মদ ইদ্রিসের বসত বাড়ি হতে চট্টগ্রামের পাচলাইশ হিলভিউ আবাসিক এলাকার রোড নং-(০৩)তিন এর বাসিন্দা আব্দুল মান্নান এর শিশুপুত্র অপহৃত হওয়া আবদুল মোমেন রাইয়ান (৪) কে উদ্ধার করে পুলিশ। পরে উদ্ধার কৃত শিশু টিকে তাহার পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জাগেছে। পুলিশের অভিযানের উপস্থিতি টের পেয়ে অপহরণ কারিরা পালিয়ে যায়।
টেকনাফ মডেল থানার এসআই রফিকুল ইসলাম
রাফি বলেন , যারা চট্টগ্রাম হতে শিশু অপহরণ করে মুক্তিপণ দাবী করছিল তাদের আস্তানা হতে শিশুটি কে উদ্ধার করে তাহার পরিবারের নিকট হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছি।
চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলাটি (মামলা নং ১৫/০৯-০১-২১) এর ভিত্তিতে পুলিশের তথ্য-প্রযুক্তির সহযোগিতায় অপহরণ হওয়া শিশুকে উদ্ধার করতে সক্ষম হয় বলে জানায় পুলিশ।
Leave a Reply