বার্তা প্রেরক
টেকনাফ উপজেলার মধ্যে খেলাধুলায় রংগীখালী ফুটবল বা ক্রীকেট যে পিছিয়ে নেই তা অস্বীকার করার নয়। সে ক্ষেত্রে এলাকার ক্রীড়া জগতে যারা প্রতিনিয়ত অবদান রেখে দেশের সম্মান বজায় রাখছেন তাদের সম্মানে ও ক্রীড়া চর্চায় এগিয়ে নিতে রংগীখালীতে নিজের ক্রয় কৃত জমিতে একটি মিনি স্টেডিয়াম করে দিবেন বলে ঘোষনা করেছেন, হ্নীলা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বার জন প্রিয় জামাল হোছন মেম্বার। গত ১২ মার্চ রংগীখালী ফাইভ সেট মিনিবার ফুটবল টুর্ণামেন্ট ২০২১ইং অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
এলাকার সকল শ্রেনীপেশার মানুষ নিজ ওয়ার্ডের মেম্বারের এমন ঘোষণায় আনন্দিত হয়েছেন। তারা বলছেন আজ আমাদের গ্রামের ছেলেরা জাতীয় দলে খেলার মত যোগ্যতা অর্জন করছে, সদ্য সময়ে শেখ আহাম্মদ, মাঈন উদ্দীন, ক্ষুদে ফুটবল খেলোয়াড় আরমা সহ অনেকের যে অগ্রযাত্রা তাতে আমরা গৌরবান্বিত। সে ক্ষেত্রে যদি আমাদের ছেলেরা একটা মিনি স্টেডিয়াম পায় তাদের ক্রীড়া শিক্ষা চর্চা করার জন্য, তাহলে তো আমাদের ছেলেরা আরো এগিয়ে যাবে ।
Leave a Reply