ডেস্ক টেকনাফ ৭১
গত ১০ মে টেকনাফ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোটার্ল টেকনাফ নিউজ ৭১ ডটকমে ‘ ইয়াবা ব্যবসায় চাঙ্গা সাবরাং নয়াপাড়ার জামাই আনসারুল ও শাশুড়ি তৈয়ুবা সিন্ডিকেট, শিরোনাম টি আমাদের দৃষ্টি গোচর হয়েছে যা মিথ্যা বানোয়াট ও ভিত্তি হীন বলে দাবি করছি। আমি আনসারুল্লাহ মুলত এক জন দিন মুজুর ও টেকটার চালাক। ছোট বেলা থেকে আমার বাবা মারা যাওয়ায় আমার মায়ের কাছে বড় হয়ে কোন রকমের কষ্ট করে সংসারের বুঝাটানতেছি। শুধু তা নয় চলমান লকডাউনে কাজ বন্ধ থাকায় সদ্য সমাপ্ত হওয়া ঈদে ও আমাদের পরিবারের ( ঈদ আনন্দ)ছিল না। আমাদের এলাকার কিছু অসাধু চক্র শত্রুরা আমরা মাথাগুজানোর যে ভিটাবাড়ি রয়েছে তা ভোগকরার জন্য জাতির বিবেক সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে আমাদের ইয়াবা ব্যবসায়ী তকমা লাগিয়ে দেশ, জাতি ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কলঙ্কিত করতে চাইছেন। আর নিউজে উল্লেখিত আমার যে তিন তলা বাড়ি আছে বলে উল্লেখ করেছে তা হল এ বিড়িটা..
আমি উক্ত সংবাদের তীব্র নিন্দ ও প্রতিবাদ জানায়। এবং এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহব্বান করছি।
আগামিতে এ ধরনের মিথ্যা কোন নিউজ প্রচার হলে আমি জীবনের প্রয়োজনে আইন গত আশ্রয় নিতে বাধ্য হব।
প্রতিবাদ কারি….
নাম – আনসারুল্লাহ।
পিতা – মৃত মাজেদ বলি।
সাং – সাবরাং ইউনিয়ন।
থানা – টেকনাফ, জেলা – কক্সবাজার ।
Leave a Reply