মোঃ আরাফাত সানি/কায়সার জুয়েল::টেকনাফ
কক্সবাজের টেকনাফ হোয়াইক্ষ্যং ব্রীজ সংলগ্ন কক্সবাজার-টেকনাফ সড়কের উপর থেকে ৯ হাজার ৯’শ ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মমতাজ উদ্দিন (৩৯) নামে এক ইয়াবাকারবারীকে আটক করেছে র্যাব- ১৫।
বৃহস্পতিবার (৩ জুন) বিকেলের দিকে র্যাবের একটি টিম অভিযান চালিয়ে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় ।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেসন্স) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব-১৫ এর অভিযানিক দল উল্লেখিত স্থানে গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ইয়াবাকারবারী পালাতে চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে আটক করে। পরে উক্ত ইয়াবাকারবারীর হাতে থাকা পলিথিনের ব্যাগ তল্লাশী করে ৯ হাজার ৯’শ ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
ইয়াবাকারবারী মমতাজ উদ্দিন টেকনাফের হোয়াইক্ষ্যং ইউনিয়নের উত্তর নয়াপাড়ার হোছন আলী ও আমেনা খাতুনের পুত্র। সে সীমান্ত এলাকা হতে ইয়াবা ট্যাবলেট এনে দেশের বিভিন্ন স্থানে বেচা-কেনা করত বলে জানান।
আটককৃত ইয়াবাকারবারী কে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply