কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে। তবে এই অভিযানে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
জব্দ করা ইয়াবার দাম প্রায় পাঁচ কোটি ৪০ লাখ টাকা বলে জানা গেছে।
রবিবার (০৪ মে) সন্ধ্যায় টেকনাফ সদরের তুলাতুলি ঘাট থেকে এসব ইয়াবা বৃহৎ চালান জব্দ করা হয়। ডিবি পুলিশের ওসি এসব তথ্য জানিয়েছেন।
উক্ত ইয়াবার বৃহৎ চালানে বাংলাদেশ ও মিয়ানমার মালিক সিন্ডিকেটের বিরুদ্ধে তথ্য অনুসন্ধানে কাজ করছে গোয়েন্দা পুলিশ। এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। ###
Leave a Reply