টেকনাফ৭১ ডেস্ক:
আসসালামু আলাইকুম,আদব,নমস্কার,,,
আমি নুর মোহাম্মদ (সাহাব উদ্দিন) ও শামসুদ্দিন সিহাব, আপনাদের হ্নীলার সন্তান,আপনারা জানেন পুরো বিশ্বে যে করোনা ভাইরাস নামে যে মহামারী চলতেছে সেটা এখন বাংলাদেশে রুপ ধারণ করছে, আমরা সকলে চাই করোনা ভাইরাস থেকে সকলে বাঁচতে,আপনারা বর্তমান দেখেছেন বিভিন্ন দেশে চীন,ইতালি,স্পেন,যুক্তরাষ্ট্র সহ অনেক দেশে করোনা ভাইরাসে অনেক মানুষের মৃত্যু হচ্ছে, ইতি মধ্যে বাংলাদেশে ১৬৪ জন মানুষ সনাক্ত হয়ছে এবং১৭ জন মানুষ মারা গেছে,বাংলাদেশে এখন যে পরিস্থিতি সে সময়ে বিদেশে এমন ছিল,আস্তে আস্তে সব দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে চলছে, টিক তেমনি বাংলাদেশে ও একদিন লাশের মিছিল হবে,আমরা চাই সকলে সুস্থ থাকি এবং জীবন কে রক্ষা করি। প্রিয় হ্নীলা বাসী
আমরা হ্নীলা বাসী ও চাই করোনা থেকে রক্ষা পেতে, সরকার কোনদিন চাইবে না বাংলাদেশে ও লাশের মিছিল হউক,তাই আমরা সরকারের সিদ্ধান্ত কে সাধুবাদ জানাই,সরকার বলছে আযান হবে মসজিদ খোলা থাকবে নামাজ হবে ৫ জন মুসল্লি নিয়ে,অনেক জন এই সিদ্ধান্ত কে মেনে নিতে পারতেছে না,আমি তাদের বলব আমরা যদি ঘরে নামাজ পড়ি আল্লাহ কি কবুল করবে না,,আল্লাহ অবশ্যয় কবুল করবে,আমরা মুসলিম ভাইয়ারা চেষ্টা করব ঘরে নামাজ আদায় করার জন্য,আমরা ঘর থেকে বিনা কারণে বের হয়ে থাকি,আমরা ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিলে ভাল হয়,আপনার বাসায় কোন কিছু প্রয়োজন হচ্ছে আপনারা কোন একজন বাসা থেকে বের হয়ে যাবতীয় জিনিস গুলো নিয়ে আনুন,অযথা ঘর থেকে বের হওয়া থেকে বিরক্ত থাকি,,,,প্রিয় হ্নীলা বাসী, এই রোগে মানুষ মারা গেলে কষ্ট করে দাফন দিতে হয়,নিজের সন্তান,ভাই বোন ও দেখতে পারে না,আল্লাহ যেন আমাদের এমন মৃত্যু থেকে রক্ষা করেন,আপনারা বলুন আমাদের কি সচেতন হওয়া প্রয়োজন আছে বলে মনে করি না,আমাদের সচেতন হতে হবে,আরেক টা কথা বলি নিজ নিজ গ্রামে নিজেরা সচেতন হয়ে গ্রামের মানুষদের বুঝিয়ে বলি সুন্দর ভাষায়,এই সময়ে অন্য গ্রামের মানুষ গুলো আরেক গ্রামে না গেলে অনেক ভাল হবে বলে আমি মনে করি,,,,
প্রিয় হ্নীলা বাসী,,,আপনারা যারা অনেক ধনী ব্যক্তিগণ আছি আপনার হ্নীলায় অসহায় গরীব মানুষের খোজ খবর নেন,আপনি যদি হঠাৎ মরে যান আপনার ধন সম্পদ কবরে যাবে না,দুনিয়া বেচে থাকতে একটা ভাল কাজ হলে ও করে যান,আপনি যাহায্যে করছেন আল্লাহ আপনাকে অন্যদিক দিকে পোষণ করে দিবে,সকলে অসহায় গরীবদের কে সহযোগিতা করি,,,আসুন সকলে শপথ করি আমরা সচেতন থাকব,নিজ নিজ দায়িত্বে সবাই ঘরে অবস্থান করব,কোন কিছুতে আড্ডা দেব না,সবাই ঘরে অবস্থান করে পাচঁ ওয়াক্ত নামাজ পড়ি এবং আল্লাহর কাছে দোয়া আল্লাহ যেন আমাদের সকল কে এই করোনা ভাইরাস এই রোগ থেকে শেফা দান করেন,,,,আমিন
নিবেদক,,,,
নূর মোহাম্মদ (শাহাব উদ্দিন) সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা শাখা।
শামসুদ্দিন শিহাব,
সহ সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদরাসা শাখা ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ হ্নীলা ইউনিয়ন ৩নং ওয়ার্ড শাখা।
Leave a Reply