সংবাদ দাতা
টেকনাফের হ্নীলা উলুচামরি পাহাড় হতে টমটম চলকের নিখোঁজ মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চলছে কানা কানি। ওই ঘটনা কিভাবে স্থানীয় নিরীহ মানুষ কে ফাঁসানো যায়, সে বিষয়েই চলছে প্রভাবশালী মহলের মধ্যে তর্কের লড়াই। যারা তাকে হত্যা করিয়েছে তারাই বেশি মায়া কান্না করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এরই মধ্যে ওই ঘটনাকে ভিন্ন হতে প্রবাহিত করতে কথিত আত্মীয় পরিচয়দানকারী স্থানীয় সাধারণ মানুষকে হুমকি দিয়ে টাকা আদায়ের চেষ্টা করছে বলে জানা গেছে। তাদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়। গত সোমবার (১৪এপ্রিল) দুপুরে টেকনাফের হ্নীলা উলুচামরী মরহুম মৌলভী কেফাযেত উল্লাহ নামক পাহাড়ে গলিত বস্তাবন্দি একটি মৃতদেহের সন্ধান পায় এলাকা বাসী । ঘটনাটি স্থানীয় চেয়ারম্যান মোঃ আলী সহ লোকজনের মধ্যে জানাজানি হলে, তাকে এক নজর দেখার জন্য লোকজনের ভিড় জমে।
স্বজনেরা জানায়, ১২/১৩ দিন আগে টমটমসহ নিখোঁজ হয় হ্নীলা হামজার ছড়ার মৃত ছৈয়দ হোছন বৈদ্যের পুত্র মাহবুর রহমান (১৯)। মৃতদেহ টি পুলিশের একটি টিম উদ্ধার করেন এবং তাদের আইনি কার্যক্রম শেষ করেন।
স্থানীয় কিছু দূর্বৃত্ত ওই যুবক কে ভাড়া নিয়ে হত্যার পর বস্তাবন্দি করে ফেলে দেওয়ার পর টমটমটি গাড়িটি কোথায় বিক্রি করে দিয়েছে তা এখনো শনাক্ত হয়নি।
Leave a Reply