1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ‘মৃত্যুর সড়ক’: ঝরছে প্রাণ, ফাইলবন্দী ৪/৬ লেনের পরিকল্পনা -তামিম আ.লীগের ঝটিকা মিছিলে গেলে ৫ হাজার টাকা, ব্যানার ধরলে ৮ হ্নীলা ইউনিয়নকে আধুনিক মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয়: চেয়ারম্যান প্রার্থী আজিজুল বশির মোহাম্মদ কলাতলীর মিছিলের মামলায় আসামি হলেন কারারুদ্ধ এমপি পুত্র রনি : জড়িত না থাকলে পাবে অব্যাহতি- পুলিশ বাবা ইউনুস সিকদারকে নিয়ে ফারদিন সিকদারের আবেগঘন স্ট‍্যাটাস সৈকতের বালুতটে স্মৃতির আঁচড়ে বন্ধুত্বের রঙিন দিন ইউনুস হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে উত্তাল টেকনাফ : থানা ঘেরাও সেন্টমার্টিন ভ্রমণের নতুন ওয়েবসাইট চালু টেকনাফ ৭১ পরিচয় দিয়ে বিভ্রান্ত সৃষ্টি টেকনাফে ‘গ্রিন ইনোভেশন ফেয়ার’: তরুণদের সবুজ উদ্ভাবনে টেকসই ভবিষ্যতের বার্তা

টেকনাফে সুপারির বাম্পার ফলন আর্থিক ভাবে লাভবান হচ্ছে চাষীরা

  • আপডেট সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ। 

কক্সবাজার টেকনাফে এবার সুপারির বাম্পার ফলন হয়েছে। হাত বাড়ালে পাওয়া যাচ্ছে সুপারি। সুপারির মৌমৌ গন্ধে প্রাণ জুড়ে যায়। বাগানে গাছে গাছে ঝুলছে কাচা-পাকা সুপারির থোকা। নজর কাড়ছে ক্রেতা সাধারণের। বাজারে এসে রঙ্গিন সুপারির দেখে মনে হয় স্বর্ণের খণিতে ঘোরাফেরা করছি। টেকনাফ উপজেলার ৬ টি ইউনিয়নের মধ্যে ৩ টি উপকূলিয় ইউনিয়ন বাহার ছড়া, সদর ও সাবরাং এ প্রচুর পরিমান সুপারির বাগান রয়েছে। চলতি মৌসুমে আবহাওয়া সুপারি চাষের অনুকূলে থাকায়, প্রচুর সুপারি ফলন হয়েছে। যা গত ২৪ সালের দ্বিগু বলা চলে। কয়েক জন সুপারি চাষিদের সাথে কথা বলে জানা যায়, চলতি মৌসুমে ঘূর্ণিঝড়, সাইক্লোন না হওয়ায় এবং রীতিমত বৃষ্টি হওয়ায় গাছে প্রচুর সুপারির ফলন হয়েছে। এর পেছনে উপজেলা কৃষি সম্প্রচারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পরামর্শ, কীটনাশক ঔষধ প্রয়োগ ও সার প্রয়োগের মাধ্যমে সুপারির ফলন আরো বেশি হয়েছে। চলতি মৌসুমে যে সুপারির ফলন হয়েছে প্রতিটা সুপারি পরিপূর্ণ ও খাওয়ার উপযোগি হওয়ায় টেকনাফের ক্রেতা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে থেকে আসা পর্যটকেরা ১০ -২০ কন করে সুপারি নিয়ে যাচ্ছে। ক্রেতা সাধারনেরা জানান, গত বছরের চেয়ে চলিত বছরে সুপারির দাম অনেকাংশে কম।


টেকনাফের ব্যবসায়ী ও ইউপি সদস্য রশিদ আহমদ জানান, আমরা প্রতি বছর টেকনাফ থেকে সুপারি ক্রয় করে রংপুর, বগুড়া, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে চালান দিয়ে থাকি। কিন্তুু সুপারির গুণগত মান না থাকায় লাভের চেয়ে লোকসান গুনতে হয়েছে বেশি। কিন্তুু চলতি মৌসুমে সুপারির দামও যেমন সস্থা ও গুণগত মান ভাল হওয়া প্রচুর লাভবান হচ্ছি। আমাদের পরিকল্পনা রয়েছে চলতি মৌসুমে টেকনাফের বিভিন্ন প্রান্থ থেকে পাকা সুপারিশ সংগ্রহ করে সংরক্ষণ ও নার্সারি করার পরিকল্পনা নিয়েছি। মৌসুমের উৎপাদিত সুপারি চলতি অক্টোবর পুরো মাসে চলবে।

অনুসন্ধানে জানা গেছে, সুপারির বাম্পার ফলন হওয়ায় চাষিদের মুখে হাসি ফুটেছে। কেননা গত বছর এ সময়ে প্রচুর লোকসান গুনে ছিল তারা। চলতি মৌসুমে সুপারির বাম্পার ফলন হওয়ায় ঐ সুপারি বিক্রি করে তারা গত বছরে দেনা- পাওনা পরিশোধ করতে পারবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির জানান, চলতি মৌসুমে টেকনাফ উপজেলায় ৬ টি ইউনিয়নে ১২শ ৬০ হেক্টর জমিতে সুপারির চাষ হয়েছে। যা রেকর্ড বলা চলে। এদের অধিকাংশ সুপারি চাষিকে অধিন ফলন উৎপাদনের লক্ষ্যে তাদের কে বিনা মূল্যে প্রশিক্ষণ, কৃষি উপকরণ ইত্যাদি দেওয়া হয়েছে। যে সমস্ত চাষি আর্থিক ভাবে দুর্বল তাদের কে সহজ পদ্ধতিতে ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য প্রতিটি ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!